পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছছের ন্যায় এবারও সুধিজনদের নিয়ে চুনারুঘাটে এফ.এন ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার উপজেলার কেউন্দা গ্রামের লন্ডনী বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এফ.এন ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন।
ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, হযরত মাওলানা লুৎফুর রহমান, মাওলানা এখলাছুর রহমান, সাংবাদিক আব্দুল হাই প্রিন্স, জসিম মিয়া, শিরু জমাদার, সৌরভ আহমেদ শুভ, ব্যবসায়ী রাজীব খন্দকার সহ এলাকার স্থানীয় লোকজন অনেকেই।
উক্ত ইফতার মাহফিলে চুনারুঘাটের বিভিন্ন গ্রামের প্রায় ৭শ’ মানুষ অংশ গ্রহণ করে। গিয়াস উদ্দিন লন্ডনী সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেনে।