হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
গতকাল রবিবার (১০ মার্চ) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম মাহবুব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) খোরশেদ আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম (লিডার) সাংবাদিক মহিত আহমেদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভাশেষে এক বর্ণাঢ্য র্যালী চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে চুনারুঘাট ফায়ার সার্ভিস গণসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শনীর আয়োজন করে