চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বড় মসজিদে প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক বিশাল সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি মসজিদের সামনে বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত উক্ত মাহফিল চলে। ওয়াজ মাহফিলের সভারত্ন ছিলেন- আমুরোড দরবার শরীফের ছাহেবজাদা হযরত মাওলানা আব্দুল হালিম (হারুন)।
সভাপতিত্ব করেন এফ.এন ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি বিশিষ্ট সামাজসেবক মোঃ গিয়াস উদ্দিন, লন্ডনী, সহ-সভাপতিত্ব করেন হাজী মোজাফফর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মীর শামসুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমান-আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী, লাকসাম, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে ওয়াজ ফরমান হবিগঞ্জ গাউছিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ। তরুণ তেজস্বী বক্তা কেউন্দা বড় মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী শাহ্ লুৎফুর রহমান নেছারী সাবেহ, প্রধান বক্তা ছিলেন-আলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী হাফিজুর রহমান ফারুকী।
নোয়াপাড়া রহমানিয়া খাঁন দরবার শরীফের পীর কামেল শাহ সুফি হযরত মৌলভী এনামুল হক খাঁন পীর সাহেব, নাসিরনগর বুরিশ্বর গ্রামের হযরত মাওলানা ক্বারী আব্দুর রশিদ পীর সাহেব, পূর্ব কেউন্দা জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী হেলাল আহমেদ সাহেব।
আমন্ত্রিতি হিসেবে বক্তব্য রাখেন-তরুণ সমাজসেবক ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজ সেবক আজিজুল হক তালুকদার রুমন, উবাহাটা ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ শানু মিয়া, অবঃ সেনা সদস্য আব্দুল জাহির মিয়া, মীর মনসুর মিয়া সহ অনেকেই।