হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিমান্ত এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের সীমান্তবর্তী ঘিলাতলি আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো: শিপন মিয়া (২৮) ও মো: শাহীন মিয়া (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। ধৃত
শিপন মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র ও মো: শাহীন মিয়া সাদ্দাম একই এলাকার মো: সফর উদ্দিন এর পুত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মোঃএরশাদ আলী
মাধবপুর (হবিগঞ্জ)
01711463946