হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন লস্করের জন্মদিন পালন করেছে মাধবপুর উপজেলা প্রেসক্লাব।
এ উপলক্ষে আজ সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে ও দৈনিক ভোরের পাতার মাধবপুর উপজেলা প্রতিনিধি শেখ জাহান রনির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ সভাপতি দৈনিক হবিগঞ্জের জননীর স্টাফ রিপোর্টার সুজন রায়,বাংলা টাইমস ও আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপু, দৈনিক ঢাকা প্রতিনিধি নাহিদ মিয়া,দৈনিক সিলেটের সময় প্রতিনিধি শেখ মোঃ শাহীন উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান নয়ন,সায়েদুল হাওলাদার,সোহেল রানা,অবি,বাদল মিয়া,মিজান মিয়া প্রমুখ ।
এর আগে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মোঃ শাহ আলম হোসাইন।