হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযানে ১৭ জন জুয়াড়ি ও ৩ জন মাদক কারবারিসহ ২০ জনকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার(১৭-অক্টোবর) উপজেলার বহরা ইউনিয়নের আফজালপুর গ্রামের শানু মিয়ার একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলার আসর থেকে ৯ জনকে আটক করে পুলিশ।
অপরদিকে জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের আলমগীর মিয়ার বাড়ির জুয়ার আসর থেকে ৮ জন ও ৪ কেজি গাঁজা সহ রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো,গংগানগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে অহিদ মিয়া,মনতলার আলী আছগরের ছেলে রুবেল মিয়া,আফজলপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে আবুল খায়ের,আফজালপুরের শিশু মিয়ার ছেলে হানিফ মিয়া,আফজালপুরের সহিদ মিয়ার ছেলে ইউসুফ মিয়া,আফজালপুরের আবুল কালামের ছেলে উজ্জ্বল মিয়া, বারচান্দুরা গ্রামের আছমত আলীর ছেলে সাজিদ মিয়া,উত্তর আফজালপুরের খোকন মিয়ার ছেলে শরীফ উদ্দিন, ব্রাহ্মনবাড়িয়া জেলার শাহবাজপুর এলাকার হাসান আলীর ছেলে সুমন মিয়া,খাটুরা গ্রামের আব্দুল আলীর ছেলে আলমগীর মিয়া,খাটুরা গ্রামের শানু মিয়ার ছেলে সেন্টু মিয়া,নুরুল ইসলামের ছেলে এখলাছ মিয়া,ছেনু মিয়ার ছেলে মিজানুর রহমান,দিলু মিয়ার ছেলে মোতাব্বির হোসেন,খড়কি গ্রামের রফিক মিয়ার ছেলে হেফজুর রহমান,জহুর মিয়ার ছেলে মানিক মিয়া,ইউনুস মিয়ার ছেলে মামুন মিয়া,নোয়াপাড়া ইসলামাবাদের রব আলীর ছেলে আব্দুল জলিল,বড়ধলিয়া গ্রামের অলি মিয়ার ছেলে জিয়াউর রহমান ও ইসলামাবাদ গ্রামের হাজী নাসির উদ্দিনের ছেলে আজিজুর রহমান।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় পৃথক ৩টি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।