হবিগঞ্জের মাধবপুরে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে শ্রবণপ্রতিন্ধী এক যুবক মৃত্যু হয়েছে। আজ রবিবার (৮ অক্টোবর) সকাল ঢাকা সিলেট রেল লাইনের নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু যুবকের নাম সুমন মিয়া (২৫) সে উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুন নুরের ছেলে। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন থেকে কাঠ সংগ্রহ করতে যান সুমন মিয়া। কাঠ সংগ্রহের পর রেললাইনে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তিনি সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ও মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্য রাকিবুল ইসলাম খাঁন।