বাহুবল উপজেলার সীমান্তবর্তী রোকনপুর হাওরে বজ্রপাতে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাহুবলের সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলাধীন রোকনপুর হাওরে।
জানা যায়, বাহুবল উপজেলার সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলাধীন রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদ এর ছেলে মোঃ ছাদি মিয়া(৪৮) স্থানীয় হাওরে কাজ করতে যায়। বেলা দেড়টার দিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের আঘাতে হাওরেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছাদি মিয়ার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেন সাবেক মেম্বার আবুল কালাম।