চুনারুঘাটে অটোরিক্সা (সিএনজি) ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার ভোর ৬টায় নতুন ব্রীজ এলাকায় ড্রাম ট্রাক ও অটোরিকশা সিএনজির (হবি-১১-থ-২৮৮৬) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই একই উপজেলার দুর্গাপুর বাজারের মাছ ব্যবসায়ী ফরিদ মিয়া (৪৫) মারা যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে আহত চালক জামাল মিয়া (২৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে যাওয়ার পথে আউশকান্দি নামক স্থানে তিনি মারা যান।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছে।
তিনি বলেন-লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।