মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন , মানব সেবায় সব সময় কাজ করে যাচ্ছেন ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল।
সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প আযোজনকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র সাধুবাদ জানিয়ে বলেছেন, সমাজের সর্বস্তরের জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
মানব সেবায় ডা. স্বপ্নীল সবসময় কাজ করে যাচ্ছেন। তার যে কোন কাজে সবসময় তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শতভাগ বিশ্বাস করা যায় এমন একজন মানুষ ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি শুধু মজুমদারপাড়া নয়, পুরো সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডে এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান ।
মঙ্গলবার (২৯ আগস্ট) জালালাবাদ লিভার ট্রাস্ট এর উদ্যোগে সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনের সভাপতিত্বে এবং সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ও উৎফল বড়ুয়া’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ৮ নং সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোঃ রফিকুল ইসলাম, সিলেট মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজেরা বেগম, দিলু বড়ুয়া, আছমা বেগম, আব্দুল হান্নান সিসিকের ১০নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রুহেনা খানম মুক্তা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ডা.স্বপ্নীল তার বক্তব্যে সামনের দিনগুলোতে সিলেটের অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিধি বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। জালালাবাদ লিভার ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্যোগ নেওযায় সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী প্রশংসা করে বলেছেন, ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল আমার ভাই ও অত্যান্ত প্রিয়জন। এই পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
তিনির স্ত্রী ডা. নুসহাত চৌধুরী আমার বোন। তাদের সাথে আমার ভাল সুসম্পর্ক রয়েছে। তারা আমার সব সময় খবর নেন। আমি তাদের সব সময় খবর নিতে পারি না। মেয়র এই অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানান। ডা.স্বপ্নীল এ রকম ভাল কাজ সবসময় করে যাবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।