হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফারজানা আক্তার(২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ সোমবার (১২জুন) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম মাধবপুর উপজেলার কাশিপুর থেকে ফারজানা আক্তারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফারজানা ওই গ্রামের আলম মিয়ার স্ত্রী। এ বিষয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।