পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাধবপুরে মহাসড়কে সর্বসাধারণের ঈদ যাত্রা নিরাপদ করতে চালকসহ বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিদের নিয়ে সভা করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্টিত হয়। সভায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আহ্সানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে সিলেট অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃএরশাদ আলী, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি সাংবাদিক মিজানুর রহমান, শ্রমিক নেতা আবু মিয়া,আলম খাঁন প্রমুখ, আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক শংকর পাল চৌধুরী, শেখ জাহান রনি, ত্রিপুরারী দেবনাথ, নাহিদ হাসান,শ্রমিক নেতা হাসান মিয়া ও জাহেদ মিয়া সহ অনেকেই।