চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে নরপতি গ্রামের বিশিষ্ট সমাজসেবক এমএ মালেকের ভাবী সহ মৃত আত্মীয় স্বজনদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধায় সর্বস্থরের জনসাধারণের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু, আওয়ামীলীগ নেতা নিজামুল হক রানা, অ্যাডভোকেট আব্দুল আওয়াল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা,
সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউছার বাহার, ডাক্তার মুসলিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, বিশিষ্ট সমাজসেবক আব্বাস উদ্দিন, সৌদি প্রবাসী জায়েদ তালুকদার, প্রিন্সপাল এম মুখলিছুর রহমান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত সোমবার মরহুম আব্দুল মজিদের স্ত্রী ও আব্দুল মালেকের ভাবী ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ… রাজীউন।
এই উপলক্ষে আজ নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।