হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও বিদ্যুৎ জালানী খনিজ সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহমুদুল কবির মুরাদকে যুক্তরাজ্যে সংবর্ধনা দিয়েছে প্রবাসীরা। গত (২৭ মার্চ) সোমবার যুক্তরাজ্য সফররত মাহমুদুল কবির মুরাদকে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে ওই দিন তাকে এক ইফতার মাহিফলের আয়োজন করা হয়।
বিশিষ্ট গীতি কবি ও কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর রানার সভাপতিত্বে, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা সাহিদুর রহমানের পরিচালনায় সভায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি গাজীউর রহমান গাজী, সাধারণ সম্পাদক ও বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডিরেক্টর জালাল আহমেদ।
বক্তব্য রাখেন, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, শেখ ফজলে এলাহী বাবর, মাসুদ আহমেদ, সৈয়দ মারুফ আহমেদ, অজিত লাল দাস, জাফর মোহাম্মদ মাসুদ, শাহজাহান কবির, সিব্বির সুমন, সরোয়ার আলম, আনোয়ার খান, শাকিল সাইফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় বক্তারা সাবেক জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ হবিগঞ্জের কর্মরত সময়ের উল্লেখযোগ্য কর্মকান্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেই সময়ের হবিগঞ্জবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বক্ষেত্রে হবিগঞ্জ একটি উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করেন।
তিনি সর্বদা হবিগঞ্জের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। তার সম্মানের লন্ডনে এই ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, মাহমুদুল কবির মুরাদ একজন গীতিকার। তার লেখা গান সুবির নন্দী, আশিক, ঝিলিক সহ দেশের স্বনামধন্য শিল্পীরা গেয়েছেন।