মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সার যাত্রী হেলেনা বেগম (৪০) নিহত হয়েছেন। এছাড়া চালক নূরে আলম (৩৫) গুরুত্ব আহত হয়েছেন। আজ বোববার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর সদরে বাস ষ্ট্যান্ড এঘটনা ঘটে।
নিহত হেলেনা বেগম মাধবপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। মাধবপুর থানার এস আই মনিরুল ইসলাম মুন্সী জানান রোববার সন্ধ্যায় ৬টার দিকে মাধবপুর বাস ষ্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান যাত্রী বাহী ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিকশা টি দুমড়ে মুছড়ে গিয়েযাত্রী হেলেনা চালক নূরে আলম গুরুত্ব আহত হন।
আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।হেলেনা ব্রাহ্মনবাড়িয়ায় চিকিৎসা শেষে বাস থেকে নেমে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশা চালকের অবস্হা আশংকা জনক। পুলিশ কাভার্ডভ্যান টি আটক করেছে।