প্রতি বছরের ন্যায় এবারও মিলনমেলার আয়োজন করে হবিগঞ্জ সমিতি সিলেট। প্রাকৃতিক সম্পদে ভরপুর সমৃদ্ধিশালী অঞ্চল হিসেবে দেশের স্বনামধন্য জেলা হবিগঞ্জ। গত (২১ জানুয়ারী) শনিবার নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট মহানগরীতে বসবাসরত প্রাণের সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা এবং পারিবারিক মিলনমেলা সম্পন্ন হয়েছে। মিলন মেলায় হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাক মোঃ আবু তাহের চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফ এর যৌথ পরিচালনায়
প্রধান অতিথি ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জহিরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ সাহাব উদ্দিন, এসএমপি ট্রাফিক এর ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।
উপস্থিত ছিলেন সমিতির নিসিয়র সহ-সভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সমিতির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, প্রফেসর ডাঃ এসএম হাবিবউল্লা সেলিম, গাজী আব্দুল মমশাদ, শহিদুল ইসলাম শামীম, আবু মোহাম্মদ আব্দুল হান্নান, শামীম রশিদ চৌধুরী, এডভোকেট ড.শহিদুল ইসলাম, এডভোকেট আবুল ফজল, এডভোকেট মোস্তাকিম কাউসার, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, আব্দুল আউয়াল, হাবিবুর রহমান, বাবুল আহমদ. তরফপদার জামাল, এবাদুর রহমান, মাহিদা তরপদার, মুহিবুর রহমান।
প্রসঙ্গ, করোনার কারনে দুইবছর থেমে থাকার পর এবার ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির উদোগে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ১ম পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। দুপুর পর্যন্ত চলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমিতির সন্তানরা ৩০টি বিভিন্ন ইভেন্টে অংশ নেন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।