মাধবপুরে ৩ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিপু সরকার (৫০)কে পুলিশ। উপজেলার বাঘাসুরা ইউপির ফতেহগাজি মাজার এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এস আই রাজিব কুমার রায় ও এস,আই শুভ দে সহ মাধবপুর থানা পুলিশ। (১৯জানুয়ারি) বৃহস্পতিবার রাত্র ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামী দিপু সরকার কে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্য আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তার হওয়া ওই আসামি হলো উপজেলার ছাতিয়াইন ইউপির এক্তিয়ার পুর গ্রামের শ্রীশ্রী রাজমোহন গোস্বামীর ছেলে দিপু সরকার(৫০)
ওসি আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার হওয়া দিপু সরকার ২০০৪ সালে মাতা রওশন বালা সরকার কে হত্যা করে পালিয়ে যান। ১৪(৪)০৪ মাধবপুর থানায় করা হত্যা মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আসামী দিপু সরকার কে।
পুলিশের এই ওসি আরও বলেন, হত্যার ঘটনার পর থেকে বেশ কয়েক বছর ধরে ফকিরের বেশ ধারন করে মাজারে মাজারে /আখড়ায় আখড়ায় আত্মগোপনে ছিলেন দিপু সরকার।