হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর থেকে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে। এসময় আরো অন্তত ৪/৫ জন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গত শুক্রবার (১৩ জানুয়ারী) দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর সোহেল রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে জবেদ আলী, জালাল উদ্দিন,আহমদ আলী ও সাইফুল ইসলামকে রঘুরামপুরের একটি জুয়ার আসর থেকে আটক করা হয়। আটককৃতরা চুনারুঘাটের বিভিন্ন গ্রামের বাসিন্দা।এসময় তাদের কাছ থেকে নগদ ২১৩০ টাকা,৩ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। অভিযানকালে আরো কয়েকজন পালিয়ে যায়।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।