মাধবপুরে ৪৮কেজি গাঁজা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ধর্মঘর বিওপি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৯৯৬/৩৮ এস এর কাছে আনুমানিক ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন।
সরাইল বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরমান আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় উল্লেখিত পরিমাণ গাঁজা জব্দ করা হলেও
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় বলেও তিনি জানান।