চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী রাস্তা পাকা করনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল (২৩ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলা সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাও গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন করে এলাকার মানুষ ইউনিয়নের সাটিয়াজুরী -চুনারুঘাট সওজ রাস্তা থেকে পনারগাও শ্রীবাড়ী প্রায় ৫ কিলোমিটার রাস্তা পাকা করনের দাবি জানান।
গত এক যুগ ধরে রাস্তাটি পাকা করনের দাবি জানালেও কতৃপক্ষ কর্নপাত না করায় এলাকার ৫/৬ টি গ্রামের লোকজনসহ ছাত্র/ছাত্রীরা পেক কাদা দিয়ে চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে।
মানববন্ধনে বক্তরা বলেন সংসদ ও উপজেলা নির্বাচনে রাস্তাটি পাকাকরণের ওয়াদা করলেও সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তা এখন ভুলে গেছেন। রাস্তাটি জরুরি ভিত্তিতে পাকা করনের দাবি জানান।
মানববন্ধনে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ রশিদ মিয়া প্রমুখ। মানববন্ধনে এলাকাবাসী ছাড়া বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে।