মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া থেকে মোটরসাইকেল চুরি সংঘটিত ।
স্থানীয়সূত্রে জানা যায় , গত সোমবার (২০ জুন) গভীর রাতে সাবেক ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে সাবেক পুলিশ ফাঁড়ির সামনে হাজী ফিরোজ মিয়ার বিল্ডিং এর সিঁড়ির নিচ থেকে শাহজাহানপুর ইউনিয়ন ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম এর ব্যবহারিত ১৫০ সি সি পালচার মোটরসাইকেলটি লক ভেঙ্গে নিয়ে গেছে অজ্ঞাত চুরেরা ।
পরে অনেক খোঁজা খোজিঁর পর সন্ধান না পেয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদি হয়ে ওই দিন বিকেলে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী জানায়, চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।