হবিগঞ্জের জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় বিদায় সংবর্ধনা প্রদান করেছেন তাঁর সহকর্মীরা। গত সোমবার (১৬ মে) দুপুরে মহিলা বিষয়ক কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। উপপরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্ত্বে মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের মাসিক সমন্বয় সভা উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির সাথে সম্পৃক্ত এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রকল্পে কর্মরত প্রকল্প কর্মরতদের উপস্থিতিতে অবহিত করা হয়।
সভা শেষে বদলি জনিত কারণে উপপরিচালক মোঃ মাহবুবুল আলমকে তাঁর সহকর্মীরা তাঁর হাতে উপহার সামগ্রী তুলে দেন।