হবিগঞ্জের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানর ৩০জন সাতারুক নিয় শেষ হয়েছে সপ্তাহব্যাপি সাতার প্রশিক্ষণ ক্যাম্প। জেলা ক্রীড়া অফিসের উদ্যােগ হবিগঞ্জ শহরর কেদ্রীয় ঈদগাহ পুকুর এই প্রশিক্ষণের আয়াজন করা হয়। আজ রবিবার সকাল প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন হবিগঞ্জ জলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভােকেট শাহ ফখরুজ্জামান।
প্রশিক্ষণে হবিগঞ্জ সদর উপজলার এডভােকট আবু জাহির উচ্চ বিদ্যালয়, আলী ইদ্রিছ হাইস্কুল ও বিকেজিসি সরকারী বালিকা উচ বিদ্যালয়র ৩০জন সাতারু অংশ গ্রহণ করেন। এর মাঝে ১৫জন পুরুষ এবং ১৫জন নারী। আলী ইদ্রিছ হাই স্কুলের প্রধান শিক্ষক লিটন মিয়া প্রশিক্ষকর দায়িত্ব পালন করেন।