আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গত সপ্তাহ ভ্রাম্যমাণ আদালতে মুচলেকায় জামিন এবং অর্থদণ্ড প্রদান করলেও আবারও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুশিয়ারা- কালনী নদী থেকে দিন-দুপুরে অবৈধভাবে বালু উত্তোলনে সক্রিয় ওঠে বালুখেকোরা।পরে সংবাদ পেয়ে ২’টি মেশিন ধ্বংস এবং ২’জনকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড সুলতানা সালেহা সুমি’র ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ৩০এপ্রিল দিন রাত পৌর এলাকার বাঁশ মহল সংলগ্ন কুশিয়ারা কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে মেতে উঠে বালু খেকোরা।পরে দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০অনুসারে ২’শ্রমিককে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার মনকোটা হাজীবাড়ি গ্রামের নূরু ইসলাম মিয়া পুত্র সুরুজ মিয়া(৩০) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার উত্তরপুর পশ্চিম পাড়ার হাজীনূর মিয়ার পুত্র সুমন মিয়া (৩৪)।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান আজমিরীগঞ্জ থানার এসআই মহসিনের নেতৃত্বে একটি দল।