বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। এতে বিশিষ্ট সাংবাদিক ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এসএম খোকনকে সভাপতি ও করাঙ্গী নিউজ এর সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমকে সাধারণ সম্পাদক করা হয়।গতকাল বুধবার (২৭ এপ্রিল) কেন্দ্রিয় মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদার’র স্বাক্ষরিত পত্রে হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়।
এর পূর্বে হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি এস এম খোকনকে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি নিয়োগ করে সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি ও পৌরসভা কমিটি গঠন পূর্ণগঠনের দায়িত্ব দেয়া হয়েছিল।
হবিগঞ্জ জেলার সর্বক্ষেত্রে মানুষের অধিকার আদায়ে প্রশাসনসহ সকল শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।