ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে মাধবপুর উপজেলায় ৭০টি ভূমিহীন ও গৃহহীনের মধ্যে আন্দিউড়া ইউনিয়নের ৪৩টি, চৌমুহনী ইউনিয়নের ১৭টি এবং বাঘাসুরা ইউনিয়নের ১০টি পরিবারের জন্য নির্মাণ করা বাড়ি ‘স্বপ্ননীড়ের’ এর দলিল হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬এপ্রিল) সকালে উপজেলার হল রুম স্বচ্ছতা আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের হাতে ঘরের দলিল তুলে দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক। এর আগে মাধবপুর উপজেলা হল রুম থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর মাধবপুর উপজেলার গৃহহীন আশ্রয়ণ প্রকল্পের-২ আওতায় ৩য় পর্যায়ে ৭০ টি ঘরের দলিল পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের গৃহহীন-ভূমিহীনদেরকে বিনামূল্যে নবনির্মিত বসতঘর বিশ্বে নতুন এক ইতিহাস সৃষ্টি করলো। এর ফলে জাতির পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরেক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ।এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাক্তার ইশতিয়াক আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ,বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহ সেলিম, সাধারণ সম্পাদক শ্রীতাম দাশগুপ্ত, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ, সাংবাদিক আইয়ুব খান, শংকর পাল সুমন, মিজানুর রহমান অনিক প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
মাধবপুর উপজেলায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেল ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
- আলমগীর কবির, মাধবপুরঃ
- আপডেট সময় ০৬:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- ২১৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ