চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের উদ্যোগে দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন-এডিসি জেনারেল মিন্টু চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, উবাহাটা ইউপি চেয়ারম্যান ইজাজ ঠাকুর চৌধুরী, শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাদাব্বীর আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাস, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতির পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তাদির চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সভাপতি খন্দকার আলাউদ্দিন, আজিজুল হক নাছির সহ অনেকই।
সভায় ৩৬ জন অসহায় ও দরিদ্র মহিলাদের হাতে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও ২০১৮ সালের ১১ জন সেলাই মেশিন প্রাপ্ত মহিলাদের ঈদ উপলক্ষে আজ আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে।