চুনারুঘাটের ঐতিহ্যবাহী জারুলিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিটেনডেন্ট এর দায়ীত্ব পেয়েছেন সালমা আক্তার।
(১ এপ্রিল)২২ইং সাবেক ভারপ্রাপ্ত সুপারিটেনডেন্ট মাও.আব্দুল মতিন এর কাছ থেকে তিনি দায়ীত্ব বুঝে নেন।
জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্ট মাওলানা আনোয়ার হোসেন দীর্ঘদিনের চাকুরী জীবন শেষে অবসরে যাওয়ায় পদ টি শুন্য হয়।পরে মাওলানা আব্দুল মতিন কে ভার প্রাপ্ত সুপারিটেনডেন্ট এর দায়ীত্ব দেন। কিন্তু মাওলানা আঃ মতিন শূন্যপদে আবেদন করায় তিনি নিয়মানুসারে আর প্রতিষ্ঠান প্রধানের দায়ীত্বে থাকতে পারবেন না।সেই সুবাদে সিনিয়র শিক্ষক ও দায়ীত্ববান হিসাবে সালমা আক্তার সুপারিটেনডেন্ট হন।
সালমা আক্তারের স্বামী মতিউর রহমান, কালিশিরী সরকারী (অষ্টম শ্রেণী)প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তিনি তিন ছেলে সন্তানের মা।
তিনি পেশাগত দায়ীত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।