প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মাধবপুরের সায়হাম গ্রুপের কর্ণধার, সাবেক সংসদ সদস্য আলহাজ সৈয়দ মোঃ ফয়সল ও উনার পরিবারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে চুনারুঘাট উপজেলায় অসহায় ও গরীব মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান, মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। এসময় তিনি চুনারুঘাট উপজেলার জনসাধারনের বিশুদ্ধ খাবার পানির চাহিদা মেটানোর জন্য সায়হাম গ্রুপের পক্ষ থেকে ৫০টি অগভীর নলকুপ দেয়ার ঘোষণা দেন।এ উপলক্ষে আলোচনা সভায় চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সেক্রেটারি এড.মীর সিরাজ আলীর সঞ্চালনায় বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী,আবু সালেহ শফিকুর রহমান, এড.মনিরুল ইসলাম তালুকদার, এড. আব্দুল হাই, অধ্যাপক মোজ্জামেল হক তালুকদার, হোসাইন আলী রাজন, আব্দুল আজিজ, আলাউদ্দিন আল রনি, হাজী অলিউল্লাহ, গোলাপ খান,প্রকৌশলী করিম সরকার, আব্দুর রহিম শ্যামল তালুকদার, কাউন্সিল জালালউদ্দিন, সৈয়দ আবু নাঈম আলিম, সায়হাম গ্রুপের সিনিয়র ব্যবস্থাপক মোঃ ইশরাত চৌধুরী, মোস্তফা কামাল বাবুল, মাহমুদুল হাসান সুজন, আলমগীর কবির প্রমুখ। বিতরণ সভায় সায়হাম গ্রুপের সাবেক চেয়ারম্যান সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মোঃ কায়সার ও উনার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সায়হাম গ্রুপের চেয়াম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এলাকায় শিল্পস্থাপনের পাশাপাশি আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছেন। এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট তৈরীসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষা বিস্তারে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রসা, এতিমখানা, দৃষ্টিনন্দন ঈদগাঁও স্থাপনসহ শিক্ষার মানোন্নয়নে আর্থিক অনুদান প্রদান করে আসছে। বিনামূল্যে চক্ষু শিবির, শীত বস্ত্র বিতরণ, অসহায় ও গরীব মেধাবি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করে আসছে দীর্ঘদিন থেকে।