মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আদমপুর সামাজিক বনায়নের আগর গাছ কেটে পাচারকালে সিএনজি আটোরিক্সা সহ ৩ জনকে আটক করেছে বন বিভাগ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের নূর মিয়ার ছেলে জহুর আলী, মৃত মন্নান মিয়ার ছেলে তাজিম মিয়া এবং আব্দুর রহমানের ছেলে হোসেন মিয়া।
এ সময় ৫ বস্তা আগর গাছের খন্ডাংশ,যার পরিমাণ ২৬ ঘনফুট আগর গাছসহ সিএনজি অটোরিকসা (মৌলভীবাজার থ ১২-৩৮৩৭) আটক করা হয়।
জানাযায়, উপজেলার আদমপুর বনবিটে ২০০০-২০০১ সনের সামাজিক বনায়নের আগরগাছ শনিবার (২ এপ্রিল) ভোর রাতে কেটে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আদমপুর বনবিটের কর্মিরা পাচারকারীদের পিছু ধাওয়া করে বন বিটের কাওয়ারগলা এলাকা থেকে পাচারে ব্যবহৃত সিএনজি আটোরিক্সা সহ ৩ জনকে আটক করে।
আদমপুর বন বিট কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-