বিশেষ ক্ষমতা আইনে মামলার আদালতের সাজা থেকে বাঁচতে ১১ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হল না পেয়ার হোসেন (৪০)। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই আব্দুল কাদের সঙ্গীয় ফোর্সসহ সোমবার ( ২১মার্চ)রাতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান,ছাতক থানার ২০০৫ সালের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় দীর্ঘ ১১ বছর দুবাই পালিয়ে ছিলো, রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না সাজাপ্রাপ্ত আসামি পেয়ার হোসেন দীর্ঘদিন চেষ্টার পর সোমবার রাতে নিজ বাড়ি মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের উওর বরক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।