ভুলের মাশুল
প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ
আদম হাওয়া জান্নাত ছাড়া
ভুলের মাশুল গুনে ,
আমরা আবার জান্নাত যাব
ভাবছি মনে মনে।
ওলি,গাউস, পীর, আউলিয়া
ভুলের উর্ধ্বে নয়,
একমাত্র বিশ্বনবী ভুলের উর্ধ্বে –
ইসলাম ধর্মে কয়।
আমি কানাই, বাঁজাই সানাই,
বেহেস্তের কি বুঝি?
ডাল ভাতের আশায় আশায়
সারাটা দিন যোজি।
আজকে যেটা ভাবছি সঠিক
কালকে দেখি ভুল,
সারা জীবন শুধুই দিলেম
ভুলেরই মাশুল।
একটা ভুলের মাশুল দিতে
হাজার জনম পার,
মিছে মায়ায় কাটিয়ে দিলেম
এ জগৎ সংসার।
লেখকঃ
প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ।
চুনারুঘাট, হবিগঞ্জ।