চুনারুঘাটে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট, উদযাপন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ১৭ মার্চ শিশু দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবরের জিতু। উপস্থিত ছিলেন-চুনারুঘাটে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সজল দাস,সাথী মুক্তাদির চৌধুরী, আব্দুস সামাদ আজাদ মাস্টার সহ আরো অনেকে।
বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।