বাহুবলে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে । আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে উপজেলার আলাপুর নামক স্থানে নদীর বাধ কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় । ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেস্ট্রিট মহুয়া শারমিন ফাতেমা।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতায় ছিল বাহুবল মডেল থানার পুলিশের একটি দল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা।