সরকারী সরকারী কলেজ ব্লাড ব্যাংক এর ১০০ তম রক্তদান উপলক্ষে আজমিরীগঞ্জ সরকারী কলেজ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভার পর আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার এর সৌজন্যে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় জন্য ফ্রি কেম্পিং করা হয়। প্রত্যন্ত অঞ্চল আজমিরীগঞ্জে এই প্রথম কোনো সামাজিক সংগঠন যাদের মধ্যে দিয়ে আজমিরীগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা শাল্লা,ইটনা,মিটামইন, এর দুস্ত রোগীদের সহায়তা ও রক্তদান করে আসছে।গতকাল(৮ই মার্চ) রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কলেজ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুলতানা সালেহা সুমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমিরীগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, ডাঃ মোঃ লোকমান মিয়া,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মনির হোসেন, নিউ মেডিল্যাব হাসপাতালের পরিচালক সুনিল চন্দ্র দাস, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি স্বপন বণিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক প্রভাকর পত্রিকা আজমিরীগঞ্জ প্রতিনিধি মিলাদ মাহমুদ, হবিগঞ্জ সমাচার প্রত্রিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি সেন্টু আহমেদ জিহান,আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক রুপু দেবনাথ ও মোসাব্বির মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ সরকারী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর শামসুল আলম।