চুনারুঘাটের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বরণ করা হয়েছে। রবিবার (৬ মার্চ) সকাল ১১ টায় ডিসিপি হাই স্কুলের উদ্যোগে সভাপতি ও নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বরণ করা হয়ে। এ উপলক্ষে ডিসিপি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়ব খাতুনের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষার শিক্ষক মো: সাইফুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- সংবর্ধিত ব্যক্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি ও সংবর্ধিত ব্যক্তি ১০ নং মিরাশি ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান মো: মানিক সরকার, শিক্ষক তোফাজ্জল হোসেন সহ সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষগণ সহ আরো অনেকেই। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আই এল সি ল্যাব অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাইলটিং পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। প্রসঙ্গত সমগ্র বাংলাদেশ আই এল সি ল্যাব এর পাইলটিং প্রকল্প পরীক্ষা চলছে সারাদেশেরন্যায় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রসঙ্গ, চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছেন মিরাশি ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান মো: মানিক সরকার এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।