হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেটলীগ ম্যাচ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৪মার্চ) হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ ক্রিকেট ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচে শ্যামলী ক্রিকেট ক্লাব বনাম উত্তরণ সংসদ মুখোমুখি হয়। এতে শ্যামলী ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল পুরান মুন্সেফীর ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব উত্তরণ সংসদ।
খেলা শেষে বিজয় উত্তরণ সংসদের হাতে ট্রপি তুলে দেন- প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু জাহির, এমপি।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী সহ অনেকই।